নাগেশ্বরীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্য বিষয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টায় একটি র্যালি উপজেলা প্রশাসন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ এর সভাপতিত্বে এবং নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুকের সঞ্চালণায় এতে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, বিআরডিবি অফিসার মোস্তফা কামাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ ইমন মিয়া প্রমুখ।