৯ আশ্বিন, ১৪৩০ - ২৫ সেপ্টেম্বর, ২০২৩ - 25 September, 2023
amader protidin

খানসামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
68


খানসামা (দিনাজপুর)প্রতিনিধিঃ

দিনাজপুরের খানসামায় "পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার" স্লোগানে নানা আয়োজনে আন্তজার্তিক সাক্ষরতা দিবস ২০২৩ পালিত হয়েছে।

৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে উপজেলা প্রশাসন এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‍্যালী উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় অংশ নেয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

এসময় আরও উপস্থিত ছিলেন: উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল হক, খানসামা থানার এসআই দিবাকর রায়, সাংবাদিকবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।

উল্লেখ্য যে, ১৯৬৬ সাল থেকে ইউনেস্কো ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করে আসছে। এই দিবসটি পালনের মাধ্যমে এটাই প্রমাণ করা হয় যে সাক্ষরতা একটি অধিকার এবং সর্বস্তরের শিক্ষার ভিত্তি।

সর্বশেষ

জনপ্রিয়