৭ আশ্বিন, ১৪৩০ - ২২ সেপ্টেম্বর, ২০২৩ - 22 September, 2023
amader protidin

কুড়িগ্রাম জেলা মহিলা দলের  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আমাদের প্রতিদিন
1 week ago
59


কুড়িগ্রাম অফিস:

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কুড়িগ্রামে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে কুড়িগ্রাম মোক্তার পাড়াস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও শহরে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।র্্যালীটি শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি, সহ-সভাপতি তাহমিনা বেগম, স্মৃতি ফারুক, সাধারণ সম্পাদক মোসলেমা কায়কোবাদ, যুগ্মসাধারণ সম্পাদক উম্মে আসমা লাভলী ,রীতা পারভীন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবা  চুমকি প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বিএনপির একদফা আন্দোলনে জেলা মহিলা দলের নেতা কর্মীরা সদা প্রস্তুত রয়েছে। তারা আরও বলেন,তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে নির্বাচন করতে দেয়া হবে না। এর আগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়