ফুলবাড়ীতে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল

জেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিবের ছবি ফেস্টুনে আগুন
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় পার্টির পদ বি ত নেতৃবৃন্দের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে মিছিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শতশত নেতাকর্মি পল্লিবন্ধু সাবেক রাষ্ট্রপতি এরশাদের হাতেগড়া সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জাতীয় পার্টিতে থাকতে পারেনা বলে হুশিয়ারী উচ্চারণ করেন। তারা জানান, পল্লিবন্ধুর নিবেদিত প্রাণ, ত্যাগী ও যোগ্য নেতৃবৃন্দদেরকে পদ বি ত করে ও ষড়যন্ত্রের মাধ্যমে পকেট কমিটি প্রদান করে জেলায় জাতীয় পার্টিকে শক্তিহীন করার মূল পরিকল্পনাকারী সাবেক এমপি জেলা জাতীয় পার্টির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তাক ও সদস্য সচিব মেজর (অব) আব্দুস ছালামকে দোষারুপ করেন। অন্যদিকে রাতের অন্ধকারে উপজেলায় জাতীয় পার্ঠির পরীক্ষিত কর্মিদের বাদ দিয়ে ৬১ সদস্য পকেট কমিটি গঠনে তীব্র প্রতিবাদ জানানো হয়। এসময় উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব আজিজার রহমান মাস্টারের নেতৃত্বে উপজেলার তিনকোনা মোড়ে সাবেক এমপি জেলা জাতীয় পার্টির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তাক ও সদস্য সচিব মেজর (অব) আব্দুস ছালাম এর ছবি ও ফেস্টুন আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এসময় বক্তব্য প্রদান করেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব আজিজার রহমান মাস্টার, মোস্তাক আহমেদ, হারুন অর রশিদ হারুন, মুকুল আর্মি প্রমুখ।