১৯ আশ্বিন, ১৪৩০ - ০৪ অক্টোবর, ২০২৩ - 04 October, 2023
amader protidin

রংপুর সাহিত্য একাডেমির ১৯ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
49


খবর বিজ্ঞপ্তির:

সাহিত্য হোক সমাজ গঠনের আলোকিত আশ্রয়, এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে রংপুর সাহিত্য একাডেমি। গত শনিবার বিকাল পাঁচটায় রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে অনুষ্ঠিত হয়েছে রংপুর সাহিত্য একাডেমির সাপ্তাহিক সাহিত্য আসর। জনাব হাই হাফিজ এর সভাপতিত্বে কবিতা, ছড়া, উপন্যাস ও আলোচনা করেন রফিকুল ইসলাম চৌধুরী,মাহমুদ ইলাহী মন্ডল, খন্দকার মাহফুজার রহমান, তৈয়বুর রহমান বাবু,  মমতাজ বেগম চামেলী, নূর উন নবী, জোসেফ আকতার, সুফি জাহিদ হোসেন, বজলুর রশিদ, আব্দুল কুদ্দুস, তোজাম্মেল হোসেন, সরকার তোফাজ্জল হোসেন, আফরোজা বেগম, ধ্রুবক রাজ,পারভীন আক্তার,জারিফ সুলতানা ও ডাঃ মাহতাব উদ্দিন। পঠিত লেখাগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন রফিকুল ইসলাম চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহ্ আলম। উল্লেখ থাকে যে, সংগঠনের অভিষেক, ২০২৩ সালের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর / ২৩ শনিবার বিকাল ৩,৩০ ঘটিকায়, রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে। সকল সাহিত্য প্রেমিক ভাইবোনদের যথা সময় অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।  

সর্বশেষ

জনপ্রিয়