৯ আশ্বিন, ১৪৩০ - ২৫ সেপ্টেম্বর, ২০২৩ - 25 September, 2023
amader protidin

পলাশবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রায় লক্ষাধিক টাকার গাছ কর্তন, করায় থানায় অভিযোগ

আমাদের প্রতিদিন
2 weeks ago
141


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রায় লক্ষাধিক টাকার গাছ কর্তন করায় থানায় অভিযোগ দাখিল হয়েছে।

জানা গেছে, উপজেলার বেতকাপা ইউপি’র বলরামপুর গ্রামের নবেজ উদ্দিনের ছেলে সুলতান মিয়া প্রায় ৫০ বছর পূর্বে তার পৈত্রিক প্রাপ্ত বসতবাড়ীতে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা রোপন করে তার ফল-ফলাদি বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে আসছিল।

এদিকে একই গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে রাসেল মিয়া কয়েক বছর পূর্বে সুলতান মিয়ার বাড়ী সংলগ্ন একটি জমি ক্রয় করে পুকুর খনন করে। এদিকে সুলতান মিয়ার রোপনকৃত ফলজ ও বনজ গাছের ছায়া ওই পুকুরে পড়ে। ফলে ঘটনার দিনে রাসেল মিয়া, মন্টু মিয়া, জাকির মিয়া, তাহের মিয়া আরো অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি সুলতান মিয়াকে জিম্মি করে বাড়ীর ভিতরে রেখে উল্লেখিত গাছ গুলির ডালপালা ও গোড়া কর্তন করে। এতে সুলতান মিয়ার প্রায় ৭০ হাজার টাকার ক্ষতিসাধন হয়। ঘটনার দিন ০৯/০৯/২০২৩ইং তারিখ সকাল অনুমান সাড়ে ১০ ঘটিকার সময় বিবাদীরা ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সুলতান মিয়া ও তার পরিবারকে খুন-জখম করার ভয় দেখিয়ে গাছগুলো কর্তন করে। অসহায় সুলতান মিয়া এ ব্যাপারে পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কর্তনের বিষয়টি নিশ্চিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়