৮ আশ্বিন, ১৪৩০ - ২৪ সেপ্টেম্বর, ২০২৩ - 24 September, 2023
amader protidin

রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নবাগত কর্মকর্তা-কর্মচারীদের বরণ অনুষ্ঠান

আমাদের প্রতিদিন
1 week ago
176


নিজস্ব প্রতিবেদক:

রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর এ ১৩তম থেকে ২০তম গ্রেডের ১১টি পদে মোট ৩৯ জন কর্মকর্তা-কর্মচারী যোগদান করেছেন। ৪০টি শূন্য পদের বিপরীতে মোট ৪০জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ১জন ইতোমধ্যে অন্যত্র নির্বাচিত হওয়ায় এ কার্যালয়ে যোগদান করেননি। সদ্য যোগদানকারীদের বরণ করে স্বাগত জানাতে ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করতে কার্যালয়ের সভাকক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা যায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ রংপুর এর পরিচালক মোঃ ফজলুল কবীর, সভাপতিত্ব করেন, রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) মোঃ আবু জাফর। আরও উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুরের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারবৃন্দ। আলোচনা শেষে সদ্যযোগদানকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দায়িত্বগ্রহণের পূর্বে সরকারি চাকরির আইন-কানুন ও বিধিবিধান সম্বন্ধে তাদের সম্যক ধারণা প্রদান করতে আগামী ১২-১৪ সেপ্টেম্বর ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

জনপ্রিয়