৭ আশ্বিন, ১৪৩০ - ২২ সেপ্টেম্বর, ২০২৩ - 22 September, 2023
amader protidin

বড় পুকুরিয়ায় ৬ দফা দাবিতে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ সমাবেশ

আমাদের প্রতিদিন
1 week ago
50


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি সংলগ্ন পাঁচঘরিয়া ও পাতি গ্রামের ক্ষতিগ্রস্থরা  ছয় দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । আজ সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে “ভূমি ও বসতবাড়ী রক্ষা কমিটি”র ব্যানারে পাতিগ্রাম মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল পাঁচঘরিয়া ও পাতিগ্রাম প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য রাখেন ভূমি ও বসতবাড়ী রক্ষা কমিটির সভাপতি মো. মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী, হামিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদের, মেহেদুল ইসলামসহ অনেকে। সমাবেশে বক্তারা বলেন, গভীর রাতে বড়পুকুরিয়া কয়লাখনির বিকট শব্দ ও ভূ-কম্পনে প্রতিনিয়তই ফেটে যাচ্ছে পাঁচঘরিয়া ও পাতিগ্রাম গ্রামের বাড়িঘর। আতংকিত হয়ে বাড়িঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য হন তারা। তলিয়ে যাচ্ছে জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তা। পানির স্তর নিচে নেমে যাওয়ায় হস্ত চালিত নলকূপ দিয়ে পানি উঠছে না। এতে করে খাবার পানিসহ গৃহস্থালি কাজের তীব্র পানি সংকট পড়েছেন এলাকার প্রায় দুই হাজার মানুষ। দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানসহ ক্ষতিগ্রস্ত পরিবারের বেকার যুবকদের খনিতে চাকুরীর ব্যবস্থা করে দ্রুত দাবি মেনে না নিলে খনি অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়