৮ আশ্বিন, ১৪৩০ - ২৪ সেপ্টেম্বর, ২০২৩ - 24 September, 2023
amader protidin

গোবিন্দগঞ্জে পার্সেল সার্ভিস থকে চায়নার তৈরী অবৈধ জাল জব্দ:৫হাজার টাকা জরিমানা

আমাদের প্রতিদিন
1 week ago
57


গোবিন্দগঞ্জ  প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চায়নার তৈরী নিষিদ্ধ ১৬টি দুয়ারী জাল উদ্ধার করা হয়েছে। গত রবিবার শহরের মহিমাগঞ্জ সড়কের  সওদাগর এক্সপ্রেস কুরিয়ার ও সার্ভিসে অভিাযান চালিয়ে ২টি বস্থায় ১৬ টি জাল জব্দ করা হয়। এসময় জালের কোন মালিকানা দাবীদার না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) এসএম আব্দুল্যা বিন শফিক অবৈধ্যভাবে পরিবহণ ও মজুদ করার অভিযোগে কুরিয়ার সার্ভিস ও পার্সেল কর্তৃপক্ষককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় গোবিন্দগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতা এমরান হোসেন চৌধুরী ও থানার পুলিশ কর্মকর্তা  উপস্থিত ছিলেন। পরে ২টি বস্তায় রাখা ১৬ টি জাল আগুন দিয়ে ভস্মিভ’ত করা হয়।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এমরান হোসেন চৌধুরী বলেন  ধ্বংস থেকে মাছ রক্ষায় এধরণের অভিযান অব্যহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়