৯ আশ্বিন, ১৪৩০ - ২৫ সেপ্টেম্বর, ২০২৩ - 25 September, 2023
amader protidin

রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা বেগম জামিলা সামছি আর নেই

আমাদের প্রতিদিন
1 week ago
36


খবর বিজ্ঞপ্তির:

রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা বেগম জামিলা সামছি গত ১১ই সেপ্টেম্বর ২০২৩ সোমবার সকাল ০৮: ১৫টায় কামালকাছনা ফায়ার সার্ভিস সংলগ্ন নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) । বেগম জামিলা সামছির জন্ম লালমণিরহাট জেলায় ১৯৩৯ সালে। ১৯৫৮ সালে টাংগাইল জেলার কুমুদিনী কলেজ থেকে গ্রাজুয়েট (বি.এ) ডিগ্রী লাভ করেন। ধারণা করা হয় এই মহিলাই লালমণিরহাট জেলার প্রথম মহিলা গ্রাজুয়েট। কর্মজীবনে তিনি রংপুর জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের শিক্ষা পরিদর্শক ও সর্বোপরি ভারপ্রাপ্ত উপ - পরিচালকের দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে তিনি অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান ছিলেন। দানশীল ব্যক্তি হিসেবে তাঁর আলাদা পরিচিতি ছিল। ছাত্রী ও সহকর্মীদের নিকট তিনি রুবী আপা নামে পরিচিত। রংপুর শহরের প্রথম চক্ষু বিশেষজ্ঞ জাহেদা চক্ষু চিকিৎসালয়ের প্রয়াত ডা. মোস্তাহারুল হাসান ছিলেন মরহুমার স্বামী। মরহুমার নামাজে জানাজা ১১ই সেপ্টেম্বর বাদ আসর ফায়ার সার্ভিস মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং নূরপুর বড় কবরস্থানে দাফন কার্য সম্পাদিত হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি এক পুত্র, দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

সর্বশেষ

জনপ্রিয়