মিঠাপুকুরে বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড পরিদর্শনে জেলা প্রশাসক

মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি:
মিঠাপুকুরে বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড, আবাসন প্রকল্প, দূর্গাপুর ইউনিয়ন পরিষদ, শঠিবাড়ী ভূমি কার্যালয় পরিদর্শন ও উপজেলার কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেছেন রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রংপুরকে উন্নত জেলা গড়তে সকলকে শিক্ষিত হওয়া জরুরী। আদিবাসী পরিবারের সন্তানদের পিছিয়ে পড়লে চলবে না।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বিনোদপুর আবাসন প্রকল্পের পুকুর পাড়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসান। দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম অফিসার নিতা ফ্লোরা দাশ। এসময় ৭ একর ১৯ শতক জমিতে ১১ টি ব্যারাকে ১১০ টি আদিবাসী পরিবারের আবাসন আবাসন ব্যবস্থার খোঁজ-খবর নেন জেলা প্রশাসক।
আবাসন প্রকল্পে সুপীয় পানির ব্যবস্থা করে ওয়াটার কালেকশন সিস্টেম চালু, স্কুল লাইব্রেরীতে শিশুতোষ বই , বাল্য বিবাহ প্রতিরোধ,আদিবাসী শিশুদের সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে শিশু বিকাশ কেন্দ্র ওয়াল্ড ভিশন বাংলাদেশ গড়েছেন উল্লেখ করে নিতা ফ্লোরা দাশ বক্তব্যে তুলে ধরেন।
পরে দূর্গাপুর ইউনিয়ন পরিষদ ও শঠিবাড়ী ভুমি কার্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কর্মকর্তা, চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। ###