দিনাজপুরের নবাবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে সাপের কামড়ে সিয়াম বাবু নামে ৯ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সিয়াম বাবু নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের আন্দোলগ্রাম নয়াপাড়া গ্রামের হুমায়ুন কবীরের ছেলে। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোরে নিজ বাড়ীর শয়ন ঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউ,পি চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান বলেন, শিশু সায়েম বাবু তার মায়ের সাথে শয়ন ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি কালেই ওই শিশুর মৃত্যু হয়। নবাবগঞ্জ থানার এস আই আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।