৭ আশ্বিন, ১৪৩০ - ২২ সেপ্টেম্বর, ২০২৩ - 22 September, 2023
amader protidin

রংপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন

আমাদের প্রতিদিন
1 week ago
71


নিজস্ব প্রতিবেদক:

"সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রথমবারের মতো রংপুরে পালিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালীর উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।

পরে জেলা প্রশাসক  কার্যালয় মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এ ডবিøউ এম রায়হান শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, রংপুর সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতিমা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল প্রমূখ।

আলোচনা সভায় সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয় সরকার বিশেষ ভূমিকা রাখছে। সামনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আরো ভূমিকা রেখে স্মাট বাংলাদেশ গড়ার প্রত্যায় ব্যক্ত করেন বক্তারা।

এ সময় রংপুরের সকল ইউনিয়ন পরিষদের সচিব, মেম্বার, গ্রাম পুলিশগণসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়