৮ আশ্বিন, ১৪৩০ - ২৪ সেপ্টেম্বর, ২০২৩ - 24 September, 2023
amader protidin

রংপুর সদরে যুবলীগ নেতা প্রয়াত রেজাউলের স্মরণ সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 week ago
53


খবর বিজ্ঞপ্তির:

রংপুর সদর উপজেলা যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা প্রয়াত রেজাউল করিম রাজুর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর)  বিকেলে উপজেলার লাহিড়ীরহাটে উপজেলা ও জেলা যুবলীগের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায়  জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সদস্য ফিরোজ কবির গুঞ্জন,জেলা আ'লীগের সদস্য জাহাঙ্গীর আলম, আতাউর জ্জামান বাবু,  জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির,  সাধারণ সম্পাদক হালিমুল হক,জেলা যুবলীগ নেতা রাহেল চৌধুর পিন্টু,ফয়সাল আজম ফাইম,চন্দনপাট ইউনিয়ন আ'লীগের সভাপতি সঞ্জিত কুমার নাড়ু,সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। স্মরণ সভাটি পরিচালনা করেন সাখাওয়াত হোসেন সৈকত।বক্তারা স্মরণ সভায় রেজাউল করিম রাজুর হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। প্রসঙ্গত,গত শুক্রবার (৯ সেপ্টেম্বর)  জমি সংক্রান্ত জেরে আপন চাচাতো ভাইয়ের রাম দায়ের কোপে নিহত হন যুবলীগ নেতা রেজাউল করিম রাজু।

 

সর্বশেষ

জনপ্রিয়