গঙ্গাচড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় অমৃত মহন্ত (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।অমৃত মহন্ত ওই এলাকার মনিন মহন্তের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান অমৃত মহন্ত। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য জায়গায় খোঁজখবর নেন। শুক্রবার সকালে বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।