৭ আশ্বিন, ১৪৩০ - ২২ সেপ্টেম্বর, ২০২৩ - 22 September, 2023
amader protidin

ট্রাকচাপায় সাংবাদিকের মৃত‌্যু : সড়ক অবরোধ

আমাদের প্রতিদিন
4 days ago
54


লালমনিরহাট প্রতিনিধি:

পাথরবোঝাই ট্রাকচাপায় লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক ইউনুস আলী (৪৪) নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার সারপুকবুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে জেলার পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহা সড়ক অবরোধ করেন সাংবাদিকরা। পরে জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল‌্যাহ ঘটনাস্থলে এসে সাংবাদিকদের কথা বলে নিরাপদ সড়কের আশ্বাস দিলে সাংবাদিকরা অবরোধ তুলে নেয়। পুলিশ জানায়, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে শনিবার রাতে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি হাতীবান্ধায় ফেরার সময় পাথরবোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ইউনুস আলী। দূর্ঘটনায় ইউনুসের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। স্থানীয়রা ট্রাকটি আটকে রাখতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।নিহত ইউনুস আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকার মোজাম্মেল হকের ছেলে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু জানান, বুড়িমারী-লালমনিরহাট মহা সড়কটি মরণ ফাঁদ হয়ে গেছে। আমরা নিরাপদ সড়কের দাবীতে আন্দোলন করছি। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ইউনুস আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আটক পাথরবোঝাই ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকের মালিক, চালক ও হেলপারকে চিহ্নিত করার চেষ্টা চলছে এবং মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ

জনপ্রিয়