৮ আশ্বিন, ১৪৩০ - ২৪ সেপ্টেম্বর, ২০২৩ - 24 September, 2023
amader protidin

ঘোড়াঘাটে স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন

আমাদের প্রতিদিন
6 days ago
41


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে এবারই প্রথম বারের ৩ দিন ব্যাপী স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ৪নং র ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু প্রমুখ। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের ২৪ টি স্টল অংশগ্রহণ করে। ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর তিন দিন ব্যাপী এ মেলার সমাপনী দিনের বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়