মিঠাপুকুরে যুগের আলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুর থেকে প্রকাশিত উত্তরাঞ্চলের প্রথম শ্রেণির বাংলা পত্রিকা দৈনিক যুগের আলোর ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল আনন্দ উৎসব হয়েছে মিঠাপুকুরে। মিঠাপুকুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে দুপুরে কেক কেটে উৎসবের উদ্বোধন করেন মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার। সম্মানিত অতিথি ছিলেন সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সবুজ আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগের আলোর মিঠাপুকুরউপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান সোনা। আলোচনা করেন প্রবীন সাংবাদিক ও প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোতাহার হোসেন, সহ সভাপতি রবি খন্দকার, সিনিয়র সদস্য মনিরুজ্জামান বিজয়, বিপ্রব রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আমিরুল কবির সুজন, রাব্বী হাসান, বিপুল চন্দ্র বর্মণসহ অন্যরা। সভায় যুগের আলোর দীর্ঘ চলার পথে সাহসী ভুমিকা রাখার ভুয়সী প্রশংসা করেন বক্তারা। সেই সাথে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।