মানবাধিকার সুরক্ষায় জার্মান দূতাবাস কাজ করছে -ডেপুটি অ্যাম্বাসেডর জেন রোলফ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে জার্মান দূতাবাস কাজ করছে। মানবাধিকার ক্ষুন্ন না হয় সে লক্ষে সকল মানুষের মানবাধিকার সুরক্ষায় জার্মান দূতাবাস নিজে এবং বেসরকারি সংস্থার মাধ্যমে কাজ করছে। বিশেষ করে গ্রাম পর্যায়ে সুবিধাবঞ্চিত নারী মানবাধিকার ক্ষুন্নের শিকার হয়ে প্রভাবশালীদের খপ্পরে পরে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, প্রকৃত ঘটনা আড়াল করে ভিন্নভাবে ঘটনা উপস্থাপন করে মানবাধিকার লঙ্ঘনের মত অপরাধ ধামাচাপা দেয়। এসব মানুষ আইনের আশ্রয় নিতে পারে না ফলে তারা ন্যায় বিচার পায় না। এ সকল মানুষের মানবাধিকার সুরক্ষায় কাজ করা হচ্ছে।আজ রোববার (১৭ সেপ্টেম্বর) গঙ্গাচড়া উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষিত নারী অ্যাডভোকেটদের মানবাধিকার সুরক্ষায় ভূমিকা শীর্ষক অভিজ্ঞতা বিনিময় সভায় এসব কথা বলেন, জার্মান দূতাবাস ঢাকার ডেপুটি অ্যাম্বাসেডর জেন রোলফ। প্রশিক্ষিত নারী অ্যাডভোকেটের আয়োজনে ও জার্মান দূতাবাস ঢাকার সহযোগিতায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডঃ বদিউল আলম মজুমদার। এ সময় জার্মান দূতাবাসের অ্যাম্বাসেডরের প্রতিনিধি জোসেফ শু, শারনিলা ও তাজিমা মজুমদার উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, কোলকোন্দ ইউপির প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, সাংবাদিক আব্দুল বারী স্বপন, নির্মল রায়, সুজন আহম্মেদ, আরডিআরএস সংস্থার প্রতিনিধি মিজানুর রহমান। অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন প্রশিক্ষিত নারী অ্যাডভোকেট আনজুমানার বেগম মিনি, ক্ষ্যান্ত রানী রায়, নিলুফা ইয়াসমিন, পারুল বেগম, মৌসুমি, ববিতা, ফরিদা, আরজিনা, শাপলা, মহসিনা, মোবাশিরিনা, নাজমা, রোকসানা প্রমুখ। হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, উপজেলা সমন্বয়কারী সামসুদ্দীন সার্বিক তদারকি করেন। পরে ডেপুটি অ্যাম্বাসেডর জেন রোলফ কোলকোন্দ ইউপি হলরুমে মানবাধিকার ক্ষুন্ন হওয়া নারীরা কিভাবে আইনের আশ্রয় নেয় তাদের মুখে সে কথা শুনেন। এছাড়া তিনি তিস্তা নদী ঘুরে দেখেন।