৮ আশ্বিন, ১৪৩০ - ২৪ সেপ্টেম্বর, ২০২৩ - 24 September, 2023
amader protidin

গোবিন্দগঞ্জে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন এমপি

আমাদের প্রতিদিন
6 days ago
57


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বরিরার গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই  উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এলজিইডি’র বাস্তবায়নে পাকাকরণ সড়কগুলি হলো রাজাহার ইউনিয়নের ইউজেডআর সড়ক  পানিতলা হতে  সাতারপাড়া ভায়া রামপুরা নওগাঁ বলিকা উচ্চ বিদ্যালয়, বরশাঁও থেকে দামগাড়ী এবং কামদিয়া ইউনিয়নের ইউজেড আর রাস্তা থেকে বিহালা মাত্রাই সড়ক। প্রায় ২ কোটি ১৫ লক্ষ টাকা ব্যায়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সড়ক দু’টি পাকাকরণ কাজের বাস্তবায়ন করবে।

উদ্বোধন  উপলক্ষে নওগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  আবু কালাম আজদের  সভাপতিত্বে  অনুষ্ঠিত  হয়। এতে বক্তব্য রাখেন এলজিইডি’র গোবিন্দগঞ্জ  উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, কামদিয়া ইউনিযন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, জাতীয় সংসদ সদস্যের সমন্বয়ক কৃষিবিদ আব্দুল্যা আল্ হাসান চৌধুরী লিটন,  রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল শেখ সুমন, এমপি’র পিএ খায়রুল আলম প্রমুখ।

 

সর্বশেষ

জনপ্রিয়