৯ আশ্বিন, ১৪৩০ - ২৫ সেপ্টেম্বর, ২০২৩ - 25 September, 2023
amader protidin

পীরগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

আমাদের প্রতিদিন
6 days ago
33


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জ পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে এক ব্যক্তি মৃত্যু। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার আগাচতরা ফকির পাড়া গ্রামে।জানাযায়, চতরাহাট থেকে বাজার শেষে মোস্তাফিজুর রহমান ওরফে চেংটু (৩৮) বাড়িতে ফিরছিলেন। একই গ্রামের মৃত্যু আব্দুল গনি সরকারের ছেলে রুস্তম আলী (৫৫) নাউয়ার পুকুর পাড় নামক স্থানে বটগাছের নিচে তাকে একা পেয়ে ছুড়ি দিয়ে

এলোপাতাড়ি চোটের পরে পেটের ভিতর ছুড়ি ঢুকিয়ে দেয়। চেংটু মিয়ার  ডাক চিৎকার শুনে বড় ভাই মোশারফসহ কয়েকজন লোকজন ঘটনাস্থলে আসলে রুস্তম আলী পালিয়ে যায়। গুরুতর আহত মোস্তাফিজুর রহমান চেংটু মিয়াকে ভ্যানযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে গেলে তার মৃত্যু হয়। এলাকাবাসীরা জানান, মোস্তাফিজুর রহমান চেংটু মিয়ার সাথে রুস্তম আলীর স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিল বলে রুস্তম আলী দাবি করে। তবে মাদক সেবনকারী রুস্তম আলী এ ঘটনার জেরে তাকে হত্যা করে।  

সর্বশেষ

জনপ্রিয়