৮ আশ্বিন, ১৪৩০ - ২৪ সেপ্টেম্বর, ২০২৩ - 24 September, 2023
amader protidin

গঙ্গাচড়ায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও নতুন কর্মকর্তাকে বরণ

আমাদের প্রতিদিন
5 days ago
164


গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগমের অবসরজনিত বিদায় ও নবাগত শিক্ষা কর্মকর্তা এস আর ফারুককে বরণ করা হয়েছে। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদায়ী ও নবাগত শিক্ষা কর্মকর্তাকে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার  নাহিদ তামান্না।

উপজেলা মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও স্কুল এন্ড কলেজের আয়োজনে গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ অলিউল্লাহর সভাপতিত্বে সভায়  স্বাগত বক্তব্য রাখেন ধামুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান। সভায় বিদায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম, নবাগত শিক্ষা কর্মকর্তা এস আর ফারুক, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, আলমবিদিতর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এমপি প্রতিনিধি মমিনুর ইসলাম বক্তব্য রাখেন।এসময় উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়