২২ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৭ ডিসেম্বর, ২০২৩ - 07 December, 2023
amader protidin

প্রাথমিক শিক্ষা পদকে জেলায় শ্রেষ্ঠ হলেন গঙ্গাচড়া'র ইউএনও নাহিদ তামান্না

আমাদের প্রতিদিন
2 months ago
894


নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):

প্রাথমিক শিক্ষা পদক-২০২৩-এ রংপুর  জেলাপর্যায়ে শ্রেষ্ঠ হলেন গঙ্গাচড়া  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ তামান্না । গত ১৬ সেপ্টেম্বর বিকালে রংপুর  জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জেলা পর্যায়ে শিক্ষায় বিশেষ অবদান রাখার কারণে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩-এ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ঘোষণা করেন।

জানা যায়,গঙ্গাচড়া  উপজেলায় যোগদানের পর থেকেই  প্রাথমিক বিদ্যালয়গুলোতে উন্নয়ন, বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি নিশ্চিতকরণ, শিশুদের বিদ্যালয় ত্যাগের হার কমানো, বিদ্যালয়কে আকর্ষণীয় করার জন্য সহযোগিতা, শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণ, অধীনস্থ কর্মকর্তাদের বিদ্যালয় পরিদর্শনে উদ্বুদ্ধকরণ, বিদ্যালয় গৃহ ও অন্যান্য সম্পত্তি রক্ষণাবেক্ষণ,প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে অভিভাবককে সচেতন করার মাধ্যমে  উপজেলার প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন গঙ্গাচড়া  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ তামান্না । তিনি ৩৩ তম বিসিএসের (প্রশাসন) মাধ্যমে ২০১৪ সালের ৭ আগস্ট তার কর্মযজ্ঞ শুরু করেন। এবং গঙ্গাচড়া উপজেলায় ২০২২ সালের ১৫ ডিসেম্বর  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন।

সর্বশেষ

জনপ্রিয়