২২ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৭ ডিসেম্বর, ২০২৩ - 07 December, 2023
amader protidin

পীরগঞ্জে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধুর মৃত্যু

আমাদের প্রতিদিন
2 months ago
120


দাঁতের ব্যাথা সহ্য করতে না পেরে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দাঁতের ব্যাথা সহ্য করতে না পেরে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে দুলালী আক্তার (৩৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দুলালী পৌর শহরের টিএন্ডটি এলাকার আকিমুল ইসলামের স্ত্রী।

দুলালী’র পিতা দুলাল মোহাম্মদ জানান, তার কন্যা দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছিল। শুক্রবার সন্ধ্যায় দুলালীর স্বামী আকিমুল দাঁত ব্যাথার ওষুধ আনতে বাড়ির বাহিরে যান। এ সময় দুলালী দাঁতের ব্যাথা সহ্য করতে না পেরে বাড়িতে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে। পরে অসুস্থ্য অবস্থায় তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুলালীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধু মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়