২৩ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৭ ডিসেম্বর, ২০২৩ - 07 December, 2023
amader protidin

দিনাজপুরের চিরিরবন্দরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজন নিহত

আমাদের প্রতিদিন
2 months ago
95


দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পল্লীতে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে রশিদুল ইসলাম বাবু (৩১) নামে এক ব্যাক্তি। নিহত বাবু চিরিরবন্দর উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়নের আমতলী সাহাপুর ঝাড়পুকুর গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় বৃষ্টিপাতের সময় পুকুরে মাছ ধরতে যান রশিদুল ইসলাম বাবু। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারায় বাবু। চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক  জানান, বজ্রপাতে নিহত ব্যক্তির সৎকার বাবদ তার পরিবারকে ১০ হাজার টাকা দেয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়