নীলফামারীত ৪দিনর বষ্টিত নিম্না অঞ্চল প্লাবিত: বিকল্প সংযাগ সতু হুমকির মূখ

সিএসএম তপন, নীলফামারী:
নীলফামারীত টানা ৪ দিনর বষ্টিত জলার বিভিন এলাকার নিম্মাঞ্চল প্লাবিত হয়ছ। নীলফামারী-কিশারগঞ্জ সড়ক ধাইজান নদীত বিকল্প সংযাগ সতটিু হুমকির মূখ পড়ছ। অব্যাহত ভারী বষ্টিত উপজলা প্রশাসন মাঠ, রাস্তা-ঘাট ও বিভিন শিক্ষা প্রতিষ্ঠানর মাঠ পানিত তলিয় গছ । জলার ছাট-বড় সব নদীর পানি বৃদ্ধি পেয়েছ। শাকসবজী ও বিভিন্ন ফসলর ক্ষত তলিয় গছ। পুকুর ও মাছর ঘর তলিয় যাওয়ায় মৎসচাষীরা ক্ষতিগ্রস্ত হয়ছ। এদিক টানা বষ্টির কারণে কাজে যেত না পারায় খেটে খাওয়া মানুষজন নিদারুন কষ্টর মধ্য পড়েছে।
তীব্র পানির চাপ নীলফামারী-কিশোরগঞ্জ সড়ক ধাইজান নদীত বিকল্প সংযাগ সেতুটি হুমকির মূখ পড়েছে। দু’পাশ শুধু বালুর বস্তা দিয়ে অস্থায়ী ভিত্তিত বেইলী ব্রীজ করা হয়েছে। গত ৪ দিনর টানা বষ্টির কারণ পানির চাপ বালুর বস্তাগুলা সরে যাচ্ছে। যে কােন মুহূর্তে বিকল্প সংযাগ সেতুটি দেবে যেতে পারে। এ ব্যাপার নীলফামারী সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী ইলিয়াছ ফারুক জানান, আমরা ঘটনা স্থল পরিদর্শন করে প্রয়োজনিয় ব্যবস্থা নিব। ডোমার উপজলার মাছ চাষী আব্দুর রহিম জানান, তার পাঁচ বিঘার দুইটি পুকুর রয়ছ। টানা ৪দিনর বষ্টিত পুকুরর ৩ লক্ষ টাকার মাছ ভস গছ।
ডালিয়া পানি উনয়ন বার্ডর পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, অব্যাহত ভারী বষ্টিপাতর কারণ তিস্তা নদীর পানি বড়ছ। রবিবার বিকল ৩টা থেকে পানি তিস্তা ব্যারজ পয়েন্ট বিপদসীমার সামান্য নিচ দিয় প্রবাহিত হছ।