গঙ্গাচড়া ও কোলকোন্দ ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে উপজেলার কোলকোন্দ ও গঙ্গাচড়া সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
গতকাল রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যে রাত পর্যন্ত তিনি কোলকোন্দ ইউনিয়নের উচাপাড়া, দোলাপাড়া সর্বজনীন দূর্গা মন্দির ও গঙ্গাচড়া সদরের কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির, গঙ্গাচড়া বাজারের ডাকবাংলো সংলগ্ন দূর্গা মন্দিরসহ আরও কয়েকটি দূর্গা মন্দির পরিদর্শন শেষে গঙ্গাচড়া সদর ইউনিয়নের পূর্ব ধামুর সর্বজনীন দুর্গা মন্দিরে আরতী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।
পরিদর্শনের সময় তিনি মন্ডপগুলোতে কোন সমস্যা আছে কি না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন।
এ সময় এলাকার হিন্দু ধর্মাবলম্বী নেতা ও আগত ভক্তবৃন্দেরও সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে গঙ্গাচড়া মডেল থানার ওসি মোঃ দুলাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও রংপুর জেলা পরিষদ সদস্য ক্ষ্যান্ত রানী রায়, সাধারণ সম্পাদক পরিতোষ কুমার সরকার, সমাজকল্যাণ সম্পাদক নির্মল রায় উপস্থিত ছিলেন।