১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

কাউনিয়ায় আগুনে পুড়ে গেছে ছয়টি বসতঘর

আমাদের প্রতিদিন
1 month ago
55


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় আ্গুনে পুড়ে গেছে ছয়টি বসতঘর।আজ  সোমবার (২৩ অক্টোবর) উপজেলার কুর্শা ইউনিয়নের পুর্বচানঘাট থলপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে অন্তত দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি অন্তত দশ লাখ টাকা হয়েছে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, সকাল ৬ টার দিকে পুর্বচানঘাট থলপাড়া গ্রামের আব্দুর রহমানের বসতবাড়ীতে তুলার ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন বসতবাড়ীর সেমিপাকা ছয়টি ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্ঠা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রণে আনে । তবে এরই মধ্যে বসতঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র, বই খাতা মালামাল সহ ছয়টি বসতঘর পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ আব্দুর রহমান বলেন, তিনি সকালে ঘরে থেতে বের হয়ে দেখতে পান তুলার ঘরে আগুন ধরেছে। মুহূর্তের মধ্যে পুড়ো বাড়ী ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। কোন মতে স্ত্রী, সন্তান নাতী নাতনীকে নিয়ে বাড়ী থেকে বের হতে পারলেও আগুনে পুড়ে সবকিছু শেষ হয়ে গেছে।

কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেনের ইনচার্জ সামছুল হক বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছেবৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়