২২ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৭ ডিসেম্বর, ২০২৩ - 07 December, 2023
amader protidin

খানসামায় জাতীয় পার্টির আয়োজনে 'উপজেলা দিবস' পালিত

আমাদের প্রতিদিন
1 month ago
83


খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের খানসামায় প্রথমবারের মত উপজেলা দিবস পালিত হয়েছে।আজ সোমবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দলীয় কার্যালয় (বালিকা বিদ্যালয় মোড়) হতে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ ডাক বাংলার গেটে শেষ হয়।

এরপর আলোচনা সভায় কেন্দ্রীয় সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোনাজাত চৌধুরীর সভাপতিত্বে বক্তব‌্য রা‌খেন উপজেলা সাংগঠনিক সম্পাদক অজগর আলী, উপজেলা যুবসংহতির সভাপতি মাসুদুল হাসান, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, মেহের আলী, আঃ সালাম, বেলাল হোসেন, শামীম ইসলাম, রুহুল আমীন, মামুনুর রশিদসহ জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মহকুমাগুলোকে জেলায় উন্নীত করেন। আদর্শ গ্রাম ও গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা করেন। বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের উদ্যোগসহ নানান জনকল্যাণমুখী উদ্যোগ নিয়েছিলেন তিনি।

বক্তারা আরো বলেন, ১৯৮৪ সালের উপজেলা আইন পুনরায় বাস্তবায়ন করতে হবে। দুই নেত্রীর হাত থেকে দেশ বাঁচাতে জাতীয় পার্টির বিকল্প নেই। ক্ষমতাসীন সরকার ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বললেও তা বাস্তবায়ন করতে পারেনি। তাই জনগণ পরিবর্তন চায়।

 

সর্বশেষ

জনপ্রিয়