জাতীয় পার্টি ক্ষমতায় আসতে পারলে দেশ আবার স্বর্নযুগে প্রবেশ করবে

দিনাজপুরে উপজেলা দিবস উপলক্ষে আলোচনাসভায় রুবেল
দিনাজপুর প্রতিনিধি:
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং দিনাজপুর জেলা কমিটির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল বলেছেন, উপজেলা গঠনের মধ্য দিয়ে দেশে উন্নয়নের ধারা সূচনা করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। নতুবা দেশ এগিয়ে যেতে পারতোনা। এরশাদের ছোটভাই জি এম কাদের এমপি সেই জাতীয় পার্টির হাল ধরেছেন। তার নেতৃত্বে জাতীয় পার্টি ক্ষমতায় আসতে পারলে দেশ আবার স্বর্নযুগে প্রবেশ করবে। ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে নিত্য পন্য। সাধারন মানুষের দুঃক্ষ কষ্টের অবসান ঘটবে।
আজ সোমবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা দিবস উপলক্ষে দিনাজপুর জেলা জাতীয় পার্টির কালিতলাস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন জাপার কেন্দ্রীয় নেতা রুবেল। সভায় সভাপতিত্ব করেন পার্টির সদর উপজেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলাম (১)। বক্তব্য দেন, সহ-সভাপতি সাইফুল্ল্যাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক ডাঃ আনোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রায়হানুল ইসলাম বাবুল, মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম লাইজু, পৌর কমিটির সাধারন সম্পাদক এম এ সোয়েব, স্বেচ্ছাসেবক পার্টির জেলা কমিটির আহবায়ক সফিক আহমেদ, যুগ্ম আহবায়ক আসলাম, সদস্য সচিব মীর মোহাম্মদ আনিসুজ্জামান মিলন, জাতীয় যুব সংহতির জেলা কমিটির আহবায়ক নাসিম খান পীরু, যুগ্ম আহবায়ক আজিমুদ্দিন বাবু এবং জহিরশাহসহ অন্যান্যরা।
পার্টির চেয়ারম্যান জিএম কাদের হাতে শক্তিশালী করতে কর্মকান্ড জোরদার করতে তৃনমূলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে আহবান জানিয়েছেন বক্তারা।