১৯ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৩ ডিসেম্বর, ২০২৩ - 03 December, 2023
amader protidin

বঙ্গবন্ধুর ডাকে ও শহীদ বীরমুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি- মাহমুদ হাসান রিপন এম.পি

আমাদের প্রতিদিন
1 month ago
82


গাইবান্ধা প্রতিনিধিঃ

আমরা বঙ্গবন্ধুর ডাকে এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত একটি ভূ-খন্ড ও একটি স্বাধীন দেশ পেয়েছি। বর্তমান সরকার মুক্তিযোদ্ধা প্রীতি সরকার, তাদের সম্মানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল প্রকার ব্যবস্থা করেছেন। শহীদ বীরমুক্তিযোদ্ধাদের এ ঋণ আমরা শোধ করতে পারবো না। আগামী প্রজন্মদের জানার জন্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সুন্দর ও সু-শৃঙ্খল ভাবে ধারণ করে রাখার জন্য সবাইকে আহবান জানান গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এম.পি। আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ১৯৭১ এ ত্রিমোহনী ঘাটের সম্মুখ যুদ্ধে শাহাদৎ বরণকারী ১২ শহীদ বীর মুক্তিযোদ্ধা স্বরণে বোনারপাড়া ইউনিয়নের দলদলিয়ায় তাদের সম্মানে নির্মিত  স্মৃতিস্তম্ভের বেদী ও শহীদদের সমাধীতে পুষ্পস্তবক অর্পন, পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক কাজী নাহিদ রসূলের সভাপতিত্বে ও ইউএনও ইছাহাক আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার কামাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, আ’লীগ সভাপতি এ্যাড এস এম সামশীল আরেফিন টিটু, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী প্রমূখ। উল্লেখ্য যে ঐ দিন ত্রিমোহনী ঘাটে সম্মুখ যুদ্ধে পাক হানাদার  বাহিনীর হাতে ১২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।

সর্বশেষ

জনপ্রিয়