১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

লালমনিরহাটে এতিমদের নিয়ে দৈনিক মানবকন্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আমাদের প্রতিদিন
1 month ago
100


লালমনিরহাট প্রতিনিধি:

প্রতিষ্ঠা বার্ষিকী মানেই কেক কেটে আনন্দ উল্লাস। সেই গতানুগতিক নিয়ম থেকে বের হয়ে এসে এবার লালমনিরহাটে ভিন্ন ভাবে দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক মানকন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

পত্রিকাটির ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষিন গড্ডিমারী রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান শেষে উক্ত প্রতিষ্ঠানের এতিম শিক্ষার্থীদের জন্য পড়ার টেবিল, র‌্যাকসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব আহবায়ক ও প্রবীণ সাংবাদিক কাজী আলতাব হোসেন, বাংলাটিভি’র লালমনিরহাট প্রতিনিধি ইলিয়াস বসুনিয়া পবন, প্রেসক্লাবের সাবেক সম্পাদক নুরুল হক, মেহনা টিভি’র জেলা প্রতিনিধি সুমন খান, দৈনিক আমাদের সময়ের সাংবাদিক নুরনবী সরকার, আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি আঃ রহিম, সাংবাদিক মনিরুজ্জামান মুন, উক্ত প্রতিষ্ঠানের সাংগঠনিক সম্পাদক আজিজার রহমান ও অর্থ সম্পাদক সাইফুল ইসলাম সুজন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মাওলানা আব্দুল করিম ও অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক মানবকন্ঠের লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু।

 

সর্বশেষ

জনপ্রিয়