১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

রংপুরে বিএনপি- জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেফতার

আমাদের প্রতিদিন
1 month ago
26


নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় বিএনপি’র মহাসমাবেশের আগে রংপুরে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নিয়মিত অভিযানে তারা গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, ঢাকার সমাবেশে নেতাকর্মীদের যোগ দেওয়া ঠেকাতেই পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশী, গ্রেফতারসহ হয়রানি করছে।

রংপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর জেলার সভাপতি নাজমুল আলম নাজু জানিয়েছেন,বুধবার রাতে পুলিশ নগরীর ৬টি থানার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সবুজ, ২০নং ওয়ার্ড যুবদলের আহŸায়ক সাব্বির হায়দার আশিক, ওই ওয়ার্ডের যুবদল নেতা শুভ, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা মোফাজ্জল হোসেন, ৬ নং ওয়ার্ডের মকছুকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ অভিযান চালিয়ে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ ও হারাগাছ সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেলকে গ্রেফতার করেছে।

তারা বলেন, গ্রেফতারের মাধ্যমে পুলিশ ঢাকার সমাবেশে নেতাকর্মীদের ঢল আটকাতে পারবে না। আমরা সকল জুলুম-নির্যাতন উপেক্ষা করে ঢাকার সমাবেশকে সফল করবো এবং এই সরকারের পতন ঘটাবো ইনশা আল্লাহ।  এছাড়াও জেলার আট উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বলে জেলার নেতারা দাবি করেন। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, স্বাভাবিক দিনের মত পুলিশ বিভিন্ন মামলার আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করেছে। বুধবার এ কার্যক্রমে জামায়াত, শিবির, ছাত্রদল-যুবদলসহ বিভিন্ন মামলার ২০ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়