২২ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৭ ডিসেম্বর, ২০২৩ - 07 December, 2023
amader protidin

ঘোড়াঘাটে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

আমাদের প্রতিদিন
1 month ago
50


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ফিরোজ কবির (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নিজ ঘরে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত ব্যক্তি ঘোড়াঘাট পৌর এলাকার দক্ষিণ কাদিমনগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী ।

নিহতের পরিবার ও আত্মীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন থেকে ঋণগ্রস্থ ছিলেন। এ নিয়ে তার স্ত্রীর সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্যতা চলছিল। এসব কারণে আজ বৃহস্পতিবার সকালে নিজ ঘরে গলায় ফাঁস দেয় বলে ধারণা করা হচ্ছে। তার মা নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহান বলেন, সকাল ১০ টায় ভিকটিমকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। নিহতের গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, পরিবার ও স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে।  

সর্বশেষ

জনপ্রিয়