১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

প্রশাসনের আশ্বাসে বিদ্যালয়ের তালা খোলার পর আবারও তালা

আমাদের প্রতিদিন
1 month ago
90


সাখাওয়াত হোসেন সাখা, রৌমারী (কুড়িগ্রাম): 

কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রশাসনের আশ্বাসে টাপুরচর বালুরগ্রাম উচ্চ বিদ্যালয়ের তালা খুলে দেয় বিক্ষোভকারী শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসী। একই সাথে গোপন নিয়োগ বানিজ্যেসহ ম্যানেজিং কমিটির ব্যাপারে বিক্ষোভকারীদের সাথে প্রধান শিক্ষক বসে সমাধান হওয়ার পরামর্শ দেন প্রশাসন।

পরে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল গনি বসে বিক্ষোভকারীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও তা কথা না রাখায় বিক্ষোভকারী শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসী পুনরায় বিদ্যালয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে বিদ্যালয়ে মাঠে বিক্ষোভকারীরা বক্তব্যে পেশ করেন তারা বলেন, গোপন নিয়োগ বাতিল করতে হবে এবং প্রধান শিক্ষক আব্দুল গনিকেও পদত্যাগ করতে হবে। পাশাপাশি ম্যানেজিং কমিটির সভাপতিকে অপসারনের দাবি জানানো হয়।

গতকাল বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিদ্যালয়ের মাঠে উপস্থিত শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসী তালা ঝুলিয়ে দেন। একই দিন বিকাল ৩ টায় প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেন বিক্ষোভকারীরা।

এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জিন্নাতুল ইসলাম, রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া, টাপুরচর বালুরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গনি, দাঁতভাঙ্গা ইউনিয়ন সহকারি (ভূমি) কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. মিজানুর রহমানসহ অনেকই।

এব্যাপারে জানতে প্রধান শিক্ষক মো. আব্দুল গনির মোবাইল নম্বরে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান খান বলেন, প্রধান শিক্ষককে বলা হয়েছে এ ব্যাপারে দ্রæত সমাধান হতে কিন্তু তিনি তা করেননি। তদন্ত করা হয়েছে এবং সত্যতা পেয়েছি। তদন্তের প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে দেয়া হবে বলে জানান।

প্রসঙ্গত, টাপুরচর বালুরগ্রাম উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে প্রধান শিক্ষককের শ্যালিকা মর্জিনা বেগম ও বর্তমান কর্মরত পরিচ্ছনতাকর্মী মিতুরানীকে আবারও আয়া পদে কয়েক লাখ টাকার বিনিময়ে গোপনে অবৈধ ভাবে নিয়োগ দিয়েছেন প্রধান শিক্ষক আব্দুল গনি ও ম্যানেজিং কমিটির সভাপতি চাঁন মিয়া। নিয়োগ বানিজ্যের তথ্য ১১ মাস পর ফাঁস হলে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদরারাসহ এলাকাবসী ক্ষোভে ফুঁসে উঠেন। পরে প্রতিবাদ, মানবন্ধন, অবস্থান, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন তারা।

  

সর্বশেষ

জনপ্রিয়