২২ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৭ ডিসেম্বর, ২০২৩ - 07 December, 2023
amader protidin

ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আমাদের প্রতিদিন
1 month ago
58


কুড়িগ্রাম প্রতিনিধি: 

দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনী স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে কুড়িগ্রামে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল কলেজ মোড় থেকে আবার মডেল মসজিদে এসে শেষ হয়। মিছিলের আয়োজন করে কুড়িগ্রাম ওলামা কল্যাণ ফাউন্ডেশন ও তৌহিদী জনতা।

মিছিলে নেতৃত্ব দেন কুড়িগ্রাম ওলামা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত, সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান নোমানী, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, জেলা পরিষদের খতিব মাওলানা আইয়ুব আলী আনছারী, স্টাফ কোয়ার্টার জামে মসজিদের খতিব মাওলানা আলীনুর রহমান প্রমুখ। বিক্ষোভ মিছিলে প্রায় দুই শতাধিক মুছল্লী অংশগ্রহন করেন।

অপরদিকে জাকের পার্টির নেতৃত্বে অপর একটি বিক্ষোভ মিছিল নতুন রেলস্টেশন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উল্লেখযোগ্য সংখ্যক নারীরাও অংশ নেয়।

  

সর্বশেষ

জনপ্রিয়