১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

রংপুরে জাতীয় ভাওয়াইয়া উৎসব ও আব্বাসউদ্দীন মঞ্চের উদ্বোধন

আমাদের প্রতিদিন
1 month ago
101


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে ভাওয়াইয়া উৎসব, আব্বাসউদ্দীন মঞ্চ উদ্বোধন, ভাওয়াইয়া পদক প্রদান, ভাওয়াইয়া গান ও ভাওয়াইয়া গানের সাথে নৃত্য প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে আব্বাসউদ্দীন আহমদ এর ১২২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার রংপুর নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়াস্থ ভাওয়াইয়া চত্বরে ভাওয়াইয়া অঙ্গন ঢাকা ও রংপুর বিভাগীয় শাখার আয়োজনে জাতীয় ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত হয়।

জাতীয় ভাওয়াইয়া উৎসবর উদ্বোধন করেন আব্বাসউদ্দীনের ভাগনে ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা সরকার মাহবুব। এরপরে ক্লোজআপ তারকা সাজু, সাহস, পলাশ, কণিকাসহ রংপুর বিভাগের ৮ জেলার বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পীগণ ভাওয়াইয়া গান পরিবেশন করেন। পরে সন্ধ্যায় ভাওয়াইয়া অঙ্গনে নবনির্মিত আব্বাসউদ্দীন মঞ্চের উদ্বোধন করেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু।

এরপরে আব্বাসউদ্দীন আহমদ এর ১২২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনায় ভাওয়াইয়া অঙ্গনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ ইফতে খায়ের আলম, সাহিত্যিক ও লেখক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য বিপ্লব প্রসাদ, ভাওয়াইয়া অঙ্গন রংপুর বিভাগীয় শাখার সভাপতি হারুন অর রশীদ, ছড়াকার ও গীতিকার এস এম খলিল বাবু, ভাওয়াইয়া শিল্পী ও গীতিকার সামিউল হাসান লিটন, বাংলার চোখ এর চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, লেখক ও প্রকাশক সুলতান আহমেদ সোনা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাওয়াইয়া অঙ্গন রংপুর বিভাগীয় শাখার সচিব রণজিৎ কুমার রায়। আলোচনা শেষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ভাওয়াইয়া পদক প্রদান করা হয়। এর আগে ২৬ অক্টোবর আব্বাসউদ্দীন আহমদ এর ১২২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া গান ও ভাওয়াইয়া গানের উপর নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়