১৯ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৩ ডিসেম্বর, ২০২৩ - 03 December, 2023
amader protidin

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

আমাদের প্রতিদিন
1 month ago
121


ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় স্কুল পড়ুয়া সাব্বির (১৩) নামে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার শৌলা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির উপজেলার রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠ এর ৮ম শ্রেণীর শিক্ষার্থী। তার পিতা রাণীগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ এর একজন কাশিয়ার। নিজ বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী থানার মহিশমারি গ্রামে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যা পীঠের ৩ ছাত্র মোটরসাইকেল যোগে রাণীগঞ্জ বাজার থেকে ভাদুরিয়া বাজারে যাওয়ার পথে শৌলা নামক স্থানে পৌঁছিলে সামনে থাকা একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পিছনে থাকা সাব্বির নামের ছেলেটি ছিটকে সড়কের মাঝখানে পড়ে গেলে দিনাজপুর গামী একটি ট্রাক তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া অপর ২ জন রাস্তার পাশের দিকে পরে গিয়ে আহত হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জাান আসাদ জানান, ঘটনাস্থলে থানা পুলিশের উদ্ধার কাজ শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ ময়নাদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়