১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

বুড়িরহাট বাজার জামে মসজিদের জেনারেটর দিলেন  উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন

আমাদের প্রতিদিন
1 month ago
53


পাগলাপীর(রংপুর)প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়ন পরিষদের বুড়িরহাট বাজার জামে মসজিদের মুসল্লীদের বিদ্যুৎ গেলে নামাজ পড়তে খুবে কষ্ট হয় , তাই মসজিদের মুসল্লীদের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে একটি জেনারেট দিলেন তারাগঞ্জ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান (লিটন)। এ সময় উপস্থিত ছিলেন বুড়িরহাট বাজার জামে মসজিদের সদস্যরা সহ মসজিদের মুসল্লীগণ ও এলাকার সর্বস্তরের জনোগণ।  উপজেলার পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান (লিটন) বলেন দান করলে অর্থ কমেনা বরং আল্লাহতায়ালা আরো বাড়িয়ে দেন, আসুন আমরা সকলে মিলে ধর্মীয় কাজে এগিয়ে আসি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি জনোগকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করে আসতেছি নিজ অর্থায়নে। আমি আপনাদের পাশে আছি ছিলাম থাকবো।

সর্বশেষ

জনপ্রিয়