ফুলবাড়ীতে ঊষা’র ট্যালেন্ট হান্ট-২৩ অনুষ্ঠিত

ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে "ছাত্র ছাত্রীদের মধ্যে নেতৃত্ব দান ও যোগাযোগ স্থাপনের দক্ষতা বৃদ্ধি" এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার কাশিপুর ইউনিয়নের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন 'ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন, ঊষা' এর আয়োজনে ট্যালেন্ট হান্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কাশিপুর ডিগ্রি কলেজ হলরুমে আশেপাশের স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মধ্যে কো-কারিকুলার অ্যাকটিভিটিস ছড়িয়ে দেওয়া এবং এতে আগ্রহী করে তোলাই এই আয়োজনের মুখ্য উদ্দেশ্য। এসময় শতাধিক শিক্ষার্থী গান,কবিতা আবৃত্তি, ইসলামী গজল,কোডিং,হাতের লেখাসহ এবং উপস্থিত বক্ততায় অংশগ্রহণ করেন।
এই আয়োজনের বিচারক হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু,কাশিপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ওবায়দুল হক, সাইফুর রহমান সরকারি কলেজের প্রভাষক শংকর সেন,ফুলবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক আসাদুজ্জামান আজাদ,৩৮তম বিসিএস শিক্ষা ক্যাডার ও ঊষার সাবেক সভাপতি আসাদুজ্জামান মানিক,
"ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন, ঊষা" এর সহ সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঊষা'র সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোঃ বায়েজীদ বোস্তামী মন্ডল ।