১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

মাদরাসা থেকে বাড়িতে ভাত খেতে যাওয়ার সময় ট্রাক চাপায় প্রাণ গেল শিশুর

আমাদের প্রতিদিন
1 month ago
21


কুড়িগ্রাম অফিস:

কুড়িগ্রাম সদরের যাত্রাপুরে মহিষবাহী ট্রাক চাপায় আরিফুল ইসলাম (১২) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কের গাবেরতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদরাসা ছাত্র যাত্রাপুর ইউনিয়নের চর রলাকাটা গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে। এবং ওই ইউনিয়নের ধরলার পাড় আল জামিয়া নরুল উলুম ইসলামিয়া মাদরাসার হেফজখানা বিভাগের ছাত্র। স্থানীয়রা জানান, নিহত আরিফুল রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় যাত্রাপুর থেকে ঢাকাগামী মহিষবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে তাৎক্ষণিকভাবে লোকজন ট্রাকসহ চালককে আটক করেছে।

ধরলার পাড় আল জামিয়া নরুল-উলুম ইসলামিয়া মাদরাসার শিক্ষক মাঈদুল ইসলাম বলেন, নিহত আরিফুল ইসলাম আমাদের মাদরাসার হেফজখানা বিভাগের ছাত্র। সে গাবেরতল এলাকার মতিন মিয়া নামের একজনের বাড়িতে তিনবেলা খাওয়া দাওয়া করত। রাত ৯টার দিকে ওই বাড়িতে ভাত খাওয়ার জন্য যাওয়ার পথে ট্রাকটি তাকে পিষে মারলো।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ট্রাক ও চালক আটক রয়েছে। বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।  

 

সর্বশেষ

জনপ্রিয়