২২ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৭ ডিসেম্বর, ২০২৩ - 07 December, 2023
amader protidin

বিরামপুরে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী আটক

আমাদের প্রতিদিন
1 month ago
34


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

নাশকতা সৃষ্টি পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বিরামপুর থানা পুলিশ শনিবার দিবাগত রাতে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করেছে।  আটককৃতরা হলেন, টাটকপুরের দেলোয়ার হোসেন মোল্লা (৫৬), ইসলাম পাড়ার আসলাম হোসেন (৫০), বকুলতলা মোড়ের রশিদুল ইসলাম (৫০), পূর্বজগন্নাথপুরের নুরুজ্জামান ওরফে সুমন (৪৫), হোসেনপুরের মোতাহার হোসেন (৫০), মুকুন্দপুরের কামরুজ্জামান বেলাল (৫৫), বাদমুখার মাজহারুল ইসলাম (৩৩) নতুন বাজারের মোস্তাফিজুর রহমান নয়ন(৪০), চকপাড়ার ছানোয়ার হোসেন (৪৫), হরেকৃষ্ণপুরের শামসুদ্দিন মণ্ডল  (৫৫), শিমুলতলীর আরিফুর রহমান (৪২), হরেকৃষ্ণপুরের মতিন (৩৬), চন্ডিপুরের মহসীন আলী (৫০), রায়ভাগের সাইদুর রহমান (৪৭), মধ্যবাসুদেবপুরের চঞ্চল (২৯)।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, আটককৃতদের নিকট থেকে বাঁশের লাঠি, ইট-পাটকেল, লোহার রড ইত্যাদি উদ্ধার করা হয়েছে। নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে আটককৃতদের নামে থানায় মামলা হয়েছে এবং রোববার তাদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়