রংপুরে বিএনপি কার্যালয় পেছন থেকে পেট্রোল বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
রংপুর মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের পেছন থেকে নয়টি পোট্রাল বোমা (বোতলজাত) উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের গলি থেকে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে বিস্ফোরক আইনে পুলিশ মামলা করবে বলে জানানো হয়েছে।
এর আগে রোববার সকাল পৌনে ১০টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী বাবুকে আটক করে নিয়ে যায় পুলিশ। এছাড়া শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
পেট্রোল বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমান। তিনি জানিয়েছেন, নাশকতা সৃষ্টির জন্যই হয়ত কেউ বিএনপি কার্যালয়ে আশপাশে এসব পেট্রোলবোমা জমা করে রেখেছিল। পুলিশ তা উদ্ধার করেছে। তবে কে বা কারা এসব পেট্রোল বোমা রেখেছে তা অনুসন্ধান করার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পেট্রোল বোমা উদ্ধার ও পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু। তারা সাংবাদিকদের বলেন, পুলিশ সম্পূর্ণ মিথ্যা একটি নাটক সাজিয়েছে। আমরা সকালে শান্তিপূর্ণভাবে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছিলাম। তখন আমাদের কার্যালয় বন্ধ ছিল। পুলিশ নিজেই ভ্যানে করে পেট্রোলবোমা নিয়ে এসে নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। পুলিশ কোথা থেকে এসব পেট্রোলবোমা উদ্ধার করল তা কেউ দেখল না, হঠাৎ করে ব্যাগে করে বোমা নিয়ে হাজির, আজব ঘটনা। অবাক হয়ে গেলাম। তারা তীব্র নিন্দা জানান। সেই সাথে আটককৃত নেতাকর্মীদের মুক্তির দাবি করেন।