১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

ঘোড়াঘাটে বিএনপি জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

আমাদের প্রতিদিন
1 month ago
59


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে নাশকতা চেষ্টার মামলায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়তের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৬ অক্টোবর উপজেলার পালশা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে বদিউজ্জান (৪৫) বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামিম হোসেন চৌধুরী ও ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন সহ ৪২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ২ থেকে ৩ জনের নামে নাশকতার চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মাসুদ রানা, ইনছের আলী, আব্দুল খালেক, মাসুম মিয়া, মুরাদ হোসেন, আবু তাহের মো. মুরাদ, আব্দুল্লাহিল কাফী, খাইরুল ইসলাম, তৌহিদুল ইসলাম। এদের মধ্যে ৭ জন বিএনপি ও ২জন জামায়াতের নেতাকর্মী বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, নাশকতার মামলায় তাদেরকে গ্রেপ্তার করে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়