ঢাকায় পুলিশ হত্যার ঘটনায় পলাশবাড়ী স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ২ জন গ্রেপ্তার

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি:
ঢাকায় বিএনপি নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে আমিরুল ইসলাম ওরফে পারভেজ (৩২) নামে এক পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় গাইবান্ধার পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (২৯ অক্টোবর) সকালে তাদেরকে পলাশবাড়ী ও ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- গাইবান্ধার পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজা এবং ঢাকার মো. সুলতান।
আজ রবিবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এর আগে পুলিশ বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন।