সাঘাটায় ৯টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাদিয়াখালী ব্রীজ হতে হাপানিয়া পর্যন্ত সড়ক, বারকোনা ক্লাব মোড় হতে বাঙ্গাবাড়ি পর্যন্ত সড়ক,গোরের পাড়া হতে কামালের পাড়া সড়ক, কামালের পাড়া হতে ফলিয়া পর্যন্ত সড়ক ও চাকুলি হতে ফলিয়া পর্যন্ত সড়ক সহ ৯টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোববার সকাল ১১ টা থেকে শুরু করে পর্যায় ক্রমে এ ৯ টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর গাইবান্ধা জেলা নির্বাহী কর্মকর্তা ছাবিউল ইসলাম, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভুমি) মনোরঞ্জন বর্মন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. এসএম সামশীল আরেফিন টিটু, সাধারণ সম্পাদক নাছিরুল ইসলাম স্বপন প্রমুখ।