১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

সিলেটে চলছে যানবাহন:হরতাল মানতে নারাজ সাধারণ মানুষ

আমাদের প্রতিদিন
1 month ago
75


আবুল কাশেম রুমন, সিলেট :

বিএনপির ঢাকা হরতাল সিলেটে মানতে নারাজ সাধারণ মানুষ। যান চলাচল স্বাভাবিক ভাবে চলছে।

সকালে জিন্দাবাজার এলাকায় সকালে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে পিকেটিং করার চেষ্টা করলে তাদের সরিয়ে দেয় পুলিশ। জিন্দাবাজার পয়েন্ট ও কাজি ইলিয়াস এলাকায় সড়কে সকাল সাড়ে ৮টার দিকে তাঁতিপাড়ার গলি থেকে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী হঠাৎ বের হয়ে পুলিশের দিকে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। তবে পুলিশের ধাওয়ায় তারা দাঁড়াতে পারেনি রাস্তায়। এসময় বিএনপি নেতাকর্মীদের দিকে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এসময় পিকেটিংকারী একজনের ফেলে যাওয়া মোটরসাইকেল পুলিশ জব্দ করে ।

রোববার সকাল ৭টায় দক্ষিণ সুরমার চন্ডিপুল, হুমায়ুন রশিদ চত্বর,কদমতলী বাসস্ট্যান্ড ও পাবনা পয়েন্টে  দেখা যায় প্রতিটি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ওসব জায়গায় কাউকে পিকেটিং করতে দেখা যায়নি।

কদমতলী বাস স্ট্যান্ড থেকে স্বাভাবিক ভাবে সকল ধরণের যান বাহন চলাচল করতে দেখা যায়। বিএনপির হালতালকে সিলেটের জনসাধারণ প্রত্যাখান করে অনেকে ক্ষোভ প্রকাশ করেন।

 

সর্বশেষ

জনপ্রিয়