১৭ অগ্রহায়ণ, ১৪৩০ - ০১ ডিসেম্বর, ২০২৩ - 01 December, 2023
amader protidin

রৌমারী উপজেলা মডেল মসজিদ উদ্বোধন

আমাদের প্রতিদিন
1 month ago
80


রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

ষষ্ঠ পর্যায়ের সারা দেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন ঘোষনা করেন।  সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় রৌমারী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি,্ সংসদ সদস্য কুড়িগ্রাম-৩ এমএ মতিন, সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, উপ-প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস-উজ জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী গণপূর্ত বিভাগ রংপুর মো. মিছবাহ উদ্দিন, তত্বাবধায়ক প্রকৌশলী গণপূর্ত সার্কেল রংপুর শেখ মিজানুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুর রহমান, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার তানভির আহম্মেদ, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, রাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রৌমারী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ও আজিজুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

সর্বশেষ

জনপ্রিয়