২২ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৬ ডিসেম্বর, ২০২৩ - 06 December, 2023
amader protidin

গাবিন্দগঞ্জে কৃষি প্রণোাদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আমাদের প্রতিদিন
1 month ago
44


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে ১১ হাজার ৩ শ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমে উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে মোবাইল কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের  চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) এ এস এম আব্দুল্লাহ বিন শফিক এর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আজিজা আক্তার শিমু, গোবিন্দগঞ্জ প্রেসকøাব সভাপতি গোপাল মোহন্ত। শেষে অনুষ্ঠানের  বিশেষ অতিথি আব্দুল লতিফ প্রধান 

 ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষা, ভ’ট্টা, গম, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পিঁয়াজ, মুখ, মশুর, সোয়াবিন, ফসলের ক্ষুদ্র প্রান্তিক চাষীদের বিনা মূল্যে চাষীদের মাঝে কৃষি প্রণোদনার অংশ হিসেবে ১১ হাজার ৩ শত জন কৃষকের মাঝে ১বিঘা জমির জন্য বিনামূল্যে বীজ, সার বিতরণ করা হয়। 

সর্বশেষ

জনপ্রিয়