২২ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৭ ডিসেম্বর, ২০২৩ - 07 December, 2023
amader protidin

ডিমলায় জাতীয় যুব দিবস উদযাপন

আমাদের প্রতিদিন
1 month ago
74


ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। "স্মার্ট যুব সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১লা নভেম্বর (বুধবার) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে আরে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী, মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা পারভীন সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ উপজেলার স্থানীয় সাংবাদিকগন প্রমুখ। আলোচনা  শেষে প্রশিক্ষন উদ্ভোধন, যুব ঋনের চেক বিতরণ,প্রশিক্ষনদের সনদ বিতরন ও বৃক্ষের চারা বিতরন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়